Friday, June 27, 2014

মেয়েদের দ্বিতীয় বিবাহ




আমরা বাঙালিরা সাংঘাতিক মহান।  মেয়েরাতো আরো বেশি মহান। কিন্তু কিছু কিছু বিষয় আছে যা মহানুভবতা নয় বরং বোকামি বলা যায়। তার মধ্যে একটি হলো তালাকের পর সন্তানের জন্য বা ভয়ের জন্য সারাজীবন একা কাটানো। একটি মেয়ে অনেক আশা নিয়ে বিয়ে করে, তাদের কাছে বিয়েটা একটা নোবেল প্রাইজের চাইতে কম কিছু নয়। কিন্তু ভাগ্য খারাপ হলে অনেক বিষয়ে অমিলের কারণে মেয়েদের বাধ্য হয়ে তালাকের রাস্তা নিতে হয়। প্রথমেই বলে নেই আমাদের সামাজিক অবস্থা মেয়েদের দাবিয়ে রেখেছে ১০০ বছরের উপরে কাজেই এমনটা আশা  করবেন না যে হঠাৎ করে আপনার জন্য কেউ জাদুর ছড়ি ঘুরিয়ে সব বদলে দেবে। কিন্তু অবস্থা যাই থাকুক দ্বিতীয়বার জীবনকে শুরু করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কেন? কারণ আপনি  যতক্ষন জীবিত থাকবেন আপনার জীবনের চাওয়া, আশা, আকাংখাগুলোও স্বাভাবিক মানুষের মতই থাকবে আর এই সত্য আপনার পক্ষে এড়ানো অসম্ভব। তাই সত্যকে  মেনে নিয়ে  সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পেটে খিদে মুখে লাজের যুগ চলে গেছে বহু আগে, কাজেই পুরনোকে ঝেড়ে ফেলে হেল্প ইয়োর সেল্ফ।   তালাকের পরে কতগুলো বিষয় খুব গুরুত্ব সহকারে দেখা উচিত যাতে পরবর্তীতে বিয়ের জন্য আপনি নিশ্চিন্তে এগোতে পারবেন। । যেমন -

১. আর্থিক সচ্ছলতা : আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের সমাজে এখনো ছেলে সন্তানের মূল্যই বেশি কাজেই আপনার বাবা যদি সচ্ছল ব্যক্তিও হন বা মেয়ের প্রতি প্রচুর ভালোবাসাও থাকে তাহলেও এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনি যদি একা হন তাহলে উনি চাইলেও আপনাকে সামাজিক চিন্তাধারার কারণে সমান সমান দিতে পারেন না বেশির ভাগ ক্ষেত্রেই। মেয়েরা যতই শিক্ষিত হোকনা কেন তালাকপ্রাপ্তা হলে বাড়িতে এবং বাইরে সবাই এখনো বোঝাই মনে করে। সেটা আপনি সবার সুক্ষ আচরণে টের পেয়ে যাবেন। হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না তাই অনেক বাবা সাহস করে কন্যার ভবিষ্যত ভেবে সমান সমান দিয়ে দেন। এক্ষেত্রে আপনার আর্থিক সচ্ছলতা খুবই জরুরী কারণ আপনি যদি আপনার ভূতপূর্ব স্বামী থেকে খরচ আদায় করতে চান তাহলেও আপনাকে লড়তে হবে এবং সেই লড়াই করতেও আপনার আর্থিক সংগতির প্রয়োজন হবে। সম্পত্তির বিষয়ে প্রয়োজনে আইনী সহযোগিতা নিন। আপনি নিজে যদি কামাই না করেন তাহলে এটাই শ্রেষ্ঠ সময় নিজের পায়ে দাড়ানোর। সব সময় নিজের পায়ে দাড়ানোর জন্য এমবিএ লাগেনা। আপনার ইচ্ছাই যথেষ্ট।  আপনি আর্থিক ভাবে যদি সচ্ছল থাকেন তাহলে অনেক কিছুই আপনার জীবনে সহজ হয়ে যাবে।

২. সন্তান : আমাদের দেশে ৯৫% মায়েরা আসার সময় সন্তান নিয়ে চলে আসেন কারণ তারা ভাবেন আদরের সন্তানের সঠিক যত্ন নেওয়া হবেনা। আপনি ভুলে যাচ্ছেন এই ঔরসজাত সন্তান আপনার ভূতপূর্ব স্বামীরই কাজেই কিছু অধিকার তারও আছে। সন্তান নিয়ে বাবার বাড়ি এসে পরলাম আর সব সমস্যার সমাধান হয়ে গেল এটি ভাবাটাই সব চেয়ে বড় ভুল কারণ আমাদের সমাজ একটি মেয়েকে বিয়ে দিয়ে মনে করে ওখানেই দায়িত্ব শেষ। তালাকের পরে একটি মেয়ের অবস্থা যা দাড়ায় তা হলো আপনার নিজের অধিকার আদায়ের যুদ্ধ, মানসিক একটা আঘাত কাটিয়ে ওঠা, নিজের বাবার বাড়ির সাথে এখন নতুন করে সম্পর্ক গড়া, আত্মীয় বন্ধুদের উত্তর দেওয়া তার ওপর যদি একটি বা দুটি বাচ্চার দায়িত্ব আপনি সয়ং নেন তাহলে আপনার নিজের কথা ভাবার সময় সারাদিনে দুই সেকেন্ডও পাবেন না। ভুলে যাবেন না এই পৃথিবীতে সবাই এক বারই আসে এবং এক বারই চলে যাবে। কাজেই জীবন যদি ঠিক করার সুযোগ থাকে অবশ্যই সেই সুযোগের ব্যবহার করুন। সন্তান সন্তানের জায়গায়, সেই জন্য বিয়ে না করার কোনো কারণ নেই। একটি কথা মনে রাখবেন, কারো জন্য কারো জীবন থেমে থাকেনা। আপনার সন্তান যদি টিনেজার বা আরেকটু বড় হয় তাহলে প্রথম হয়তো রাগারাগি করবে তারপর আপনাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করবে, অনেক তর্ক করবে, মনে কষ্ট দিয়ে কথা বলবে কিন্তু মনে রাখবেন সন্ন্তানরা হঠাৎ পরিবর্তনে একটু ঘাবড়ে যায় মনে করে ভালবাসা ভাগ হয়ে যাবে। জীবনের একটা পর্যায় যখন তারা তাদের ব্যবহার যে ভুল ছিল এটি বুঝতে পারে কালের বিবর্তনে, তখন আপনার জন্য অনেক দেরী হয়ে যাবে। বাংলাদেশের বেশির ভাগ মায়েরা এই সমস্যার কারণে বিয়ে করেননা। মনে রাখবেন এই সমস্যার মোকাবেলা করার একমাত্র রাস্তা, খোলা মনে সত্যি শেঅর করা। এটি আপনার সন্তানকেও ভবিষ্যতে আপনার সাথে সব কিছু খোলা মনে শেঅর করার রাস্তা খুলে দেবে।



৩. বন্ধু : মানুষ সামাজিক জীব। মেয়ে মানুষও একটা মানুষই। বাঙালি মেয়েদের সব চেয়ে বড় সমস্যা সহজ হতে না পারা। আপনার এই মুহুর্তে সঙ্গী দরকার অন্যদের চেয়ে বেশি। নিজেকে একদম গুটিয়ে নেবেন না। আপনার বয়স যদি কমও হয় অথবা সন্তানও থাকে তারপরও দেরী করবেন না দ্রুত বিয়ে করুন। আপনি চাকুরিজীবি হলে ভালো, না হলে পুরনো বন্ধুদের মাঝে ফিরে যান। বন্ধু বানান, হাসি খুশি থাকুন সমাজের ত্যারা দৃষ্টিকে পাত্তা দেবেন না কারণ সমাজ আপনার দুঃক্ষে যেমন সহানুভূতিশীল হয়নি তেমন আপনার ভবিষ্যত নিয়েও তার কিছু আসবে যাবে না।



৪. সব পুরুষ এক রকম নয় : একবার ধাক্কা খাওয়ার পর বিশ্বাসে চিড় ধরা খুবই স্বাভাবিক কিন্তু পজিটিভ থাকুন। মনের জানালা খোলা রাখুন। বিবাহ আপনার মানসিক এবং শারীরিক দুইয়ের জন্যই প্রয়োজন। অনেকেই তালাকের পর এত বেশি ভয় পেয়ে যান যে আর কেউকে বিশ্বাস করতে পারেন না আবার অনেকে বন্দী জীবন থেকে একটু নিঃস্বাস নিতে কিছুদিন একা থেকে প্রেম করে বেড়াতে চান পরে সিরিইয়াসলি বিয়ের কথা ভাবতে গেলে আর ছেলে খুঁজে পান না। এর কারণ এই মধ্যবর্তী সময়ের একা থাকা বা প্রেম করা নিয়ে আপনি বেশি ব্যস্ত ছিলেন যে ভুলে গিয়েছিলেন ওটা বাস্তব নয়। ছেলেরা দশ ফুলে মধু খেয়েও শ্রেষ্ট ফুলটাকেই বেছে বিয়ে করে সেটা প্রথমই হোক আর চতুর্থ বিয়েই হোক, তাই তাদের জন্য এটি সমস্যা নয়। আপনার ক্ষেত্রেও একই ব্যাপার খাটে ১০০%, যাচাই বাছাই করার অধিকার আপনারও আছে।তাই পরবর্তীতে যাকে বেছে নেবেন কিছু সময় দিন, কিন্তু মান মর্যাদার দিকে লক্ষ্য রেখে। যদি বুঝতে পারেন বিষয়টি বিয়ে পর্যন্ত এগোবে না, সরে আসুন দ্রুত। কখনই ১ মাসের বেশি সময় নেবেন না যখন কেউকে বিয়ের জন্য বুঝার চেষ্টা করবেন। কারণ হয়ত আপনি এদিকে সময় অপচয় করলেন খামাখা আর ওই দিকে আপনাকে নিয়ে হয়তো কেউ লং টার্মের প্ল্যান করছিল সেটা হাতছাড়া হয়ে যাবে। সঙ্গী বাছার সময় তার বাঃজ্যিক দিকের সাথে তার স্বভাবের দিকে সুক্ষ নজর রাখুন। কারণ মানুষ বেশিদিন অন্য মানুষ সেজে থাকতে পারবে না।


৫. অভিভাবককে জানানো : বেশিরভাগ মেয়েরা দ্বিতীয় বিয়ে করার বিষয়েই মুখ ফুটে বলতে পারেন না আর পছন্দ অপছন্দ শেষ মুহুর্তে জানান। এই ভুল করবেন না। আপনার কথা গুরুত্ব নিয়ে শুনবে এমন কেউকে শীঘ্র পাত্র দেখতে বলুন এবং তাকে দিয়েই অভিভাবককে বিষয়টি জানান যেন তারা পরবর্তিতে সারপ্রাইজ না হন। কারো সাথে পরিচিত হলে বন্ধুত্ব আগাতে থাকলে অভিভাবককে সরাসরি বা অন্য ভাবে জানান দিন। দিন বদলে গেছে, আজ কাল অভিভাবকরা বিয়েশাদিতে পছন্দ করার ঝামেলায় জড়াতে চান না। এটি একটি নিয়ম মাত্র কিন্তু সুবিধা এই যে আপনি জানিয়ে দিচ্ছেন আপনি দ্বিতীয় বিয়েতে অনিচ্ছুক নন।



৬. বয়স এবং নিজের যত্ন : অনেকেই ভাবেন ৪০ পেরিয়ে গেছি ছেলে কলেজে পড়ে মেয়ে স্কুলে পড়ে আমার এখন তাদের বিয়ের সময় আসছে আমি এখন বাতিলের খাতায়। ভুলে যান, দুনিয়াতে একা এসেছেন একা চলে যেতে হবে। আপনার জীবনের চাওয়া পাওয়া আপনারই দেখতে হবে তাই নিজের বয়সের কথা ভেবে পিছিয়ে যাবেন না কারণ একটা পর্যায় আপনার একা হয়ে যেতেই হবে। আর নিজের শারীরিক এবং বাঃয্যিক যত্নও আপনাকেই নিতে হবে। হোক সেটা সিঙ্গেল বা ডবল থাকা অবস্থায়।



৭. আত্মনির্ভরশীলতা : ভুলে যান ছেলের বউ আপনাকে ভবিষ্যতে দেখবে বা মেয়ের জামাই ছেলের মত। বাবা মাও সারা জীবন কারো থাকেনা তাই সত্যিকার বিপদে পড়লে সহজে কেউকে পাবেন না। তাই একদম পরনির্ভরশীল হবেন না।


শেষ কথা মেয়েদের নিজেদের ভবিষ্যত নিজেদেরই ভাবতে হবে। কখনই দ্বিতীয় বিয়ের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত নয়, আপনি সময় নিন কিন্তু লং ব্রেক নয়। কাজেই নিজের ভবিষ্যত নিয়ে এখনই ভাবুন সময় থাকতেই। ভালো থাকুন পসিটিভ থাকুন।  Life is a Miracle my friend :)


Love

Jessica











Thursday, June 26, 2014

Tonymoly Hello Bunny Perfume Bar

Today I am talking about SOLID perfume or Perfume Bars. No, it's not Deodorant stick. It is Perfume.
Even though very few people know about Solid perfumes in Bangladesh but it's popular in Europe/America. Because it's easy to carry, unbreakable packaging and cheap. I already used the Pacifia and Marc Jacobs Solid perfumes which comes in a tin box packaging but this time I bought famous Korean Brand Tonymoly Hello Bunny Bebe Powder and Momo Fruity Perfume Bar.

Packaging is very eye catching. Korean people love to make everything super cute, so these are not different in that case. Cost me $10 each. Looks like a Lipstick or Wax stick. Strong scent and long lasting. Easy to carry in Bag. Fantastic long lasting smell, I loved it so much because the smell actually stays on  the skin until the skin is washed. Only flaw is the quantity is really small for $10. 1/3 of the price could be perfect for this small thing.

Review : Yves Rocher Pink Grapefruit Face Mist

It's severely humid after long time of heat. In day time there's a severe heat and at night it's raining. A bit rusty going on at the moment. Trying to cope up with the current change. Monson is on it's way. For a combination skin these kind of weather is challenging. I am out door most of my time now since I am enjoying my leave. But sweating, tiredness are the biggest problem, so just bought a "Yves Rocher Grapefruit Face Mist"
My First impression is for $5 bottle it's is really small. I was expecting a bit bigger bottle. If you are out door most of the time you'll need 4/5 bottles of this stuff if you are a regular user. It's very refreshing, like a fruit burst on face. Instead of wiping up face with wet tissue i use the spray if i am on road. First good thing is it doesn't ruin makeup and second best thing is it's non oily. In some reviews I saw the complain about the pump of the spray but could find any problem wit my one! It's a great product but may be a little expensive as per the amount inside the bottle.

Review : Yves Rocher Sebo Vegetal Range for South Asian Summer

I was waiting for the Yves Rocher Sebo Vegetal range for long time which is a special range for Combination & Oily skin with special ingredient called Baikal Powder. My Skin is a combination one but in super warm weather it tend to be oily specially my T-Zone.


I didn't buy the whole range because it's a bit expensive when it comes to skin care items in Yves Rocher. But every penny worth it. I bought 2 face wash, 1 blemish gel, 1 toner and some other products but with the FREE gift I received a travel size mattifying gel cream. This is the best part of YR that with every purchase you get a travel size of other product which you can give a try.


The Gifts***


Let me describe first the face wash called "PURIFYING CLEANSING GEL", it can be officially declared as a holy grail product for oily skin. It soaks out the oil and dirt without making the skin rough & dry like some other popular cleanser does. Controls oil for almost 3/4 hours with out using anything else. Very refreshing feelings. Sebo range has a very light herbal smell in every product but after applying within 30 seconds the smells vanishes away. The scent is not even bothering anyway, I just mentioned because some people actually take the scent in product very seriously. Before using this cleanser I was suffering for a week of 2 growing pimples. I don't touch/scratch pimples because it creates dark spots which doesn't go away easily. Surprisingly after 3 washes i found my pimples are actually reduced in size and redness around pimple is gone!!!!!!!!




"PURIFYING MICELLAR WATER 2 IN 1" is basically a toner or can be used as a makeup remover. I actually used the toner of YR of different range before. YR toners are by default awesome. This Sebo Vegetal purifying micellear water or the toner is another miraculous invention to suck oil and dirt from face. Even after washing the face with the cleansing gel it brings out more dirt which can't even seen with normal eye. Nicely tightens skin with a wonderful matte effect. Perfect for any summer.




"ZERO BLEMISH GEL CREAM" is a fantastic blemish/BB cream in Gel form. Very light feeling and for the Baikal powder it controls oil very efficiently. But I can not compare it with the strong line of BB cream which are actually produced with full coverage like Skin79, Missha, Holika Holika etc. But it's another good product for light coverage.



Last product for details which i got as a gift with purchase is "Mattifying Gel Cream". This is a Mattifier, fabulous product for oily skin. It can be used as a primer before makeup. I found it pretty since I am combination skin, I used it for T-zone and then I applied foundation. Helped my concealer and foundation to stay in place. Definitely going to buy next time a full size.



So bottom line is, this is another successful range of Yves Rocher, don't hesitate to grab the full range if you can catch up a good Sale. YR always gives offers so it will be easier for you. Check out the stuffs in  www.yvesrocher.com . Stay oil and dirt Free this Summer.

Love 

Jessica

















Tuesday, June 24, 2014

Dry Oil Spray

     It was really hot up to last Thursday, but now it's raining continuously. Most Bangali trendy girls forgot to put oil on their hair for god knows how long. Oil required for scalp as well on hair. I found a solution for that, "Dry Oil Spray". 

     We have now more options in case of style. Hair straightener, curler, Volumizers etc. all are with high heat. Also almost 60% girls love to color their hair. Of course, there is no age of styling hair. But at the same time our original hair is much more valuable.

      Most of the people think only the root is the important part, so over looking the rest of the hair causes dull, rough, damaged, split end hair. Result trimming again and again. And the long hair become short.

      I have Red Ombre hair and I am fond of curls. If I want a nice wave I use non heat hair rollers for night long. But Heating curler is much easier. But I have waist long hair and I had to turn my bottom part of hair platinum blond first (which freaked me out first but result was awesome) to get the perfect red ombre. It made the hair rough from the beginning. Since I have smooth silky thin natural straight hair, I am unable to use conditioner on top part of hair. But I did Ombre so I use to use conditioner at the bottom part after every wash. 

      But that was not enough i realized after I curled with heating rod curler. It dried up my hair quickly. Then I bought a Moroccan Argan Dry oil spray. I saw this product in several hair tutorials but never tried because my hair is naturally silky and tend to be oily. Michelle Phan a famous youtuber and introducer of EM Cosmetics is a Vietnamese girl, she actually said in her several recent video to use coconut/herbal oil at the bottoms to hold the natural shine if you have a colored hair. So I thought to give a try just at the bottom since we have similar type of hair. I was surprised with the result!



     My hair doesn't need any conditioner any more. Argan oil is one kind of healer. A bit difficult in the beginning to get use to with the smell but later it's not a problem. It's a non greasy oil. I use volumizing spray on my damp hair in root but i spray 2/3 times my Argan oil at the bottom and just give a nice massage and blow dry. 

     Nice shiny natural healthy Ombre Red hair for day long. No split ends, no damage, normal growth of hair. Some times I use collagen spray/volumizing powder in front side since I HATE teasing hair. But I try to use volumizing powder as less as possible because it makes the hair sticky after the day because of humid weather. 


    If you have extremely dry hair, keep  Moroccan Argan oil spray in your bag. Just spray and brush. A little goes a long way. There are many more products for hair in Moroccan oil range. You can check out the tutorials first to decide which one you need. Check out for products for www.moroccanoil.com









Thursday, June 19, 2014

Review : Beautyaura Citrus Affair body butter

I was using body shop body butters for ages but later got bored and switched to an Australin local body butter brand named BotanicalSPA. But it felt like a pudding in the jar. I gave up that one because I live in a extremely warm and  humid location and that body butter was extremely greasy for summer. Which may be good for one month in winter but not suitable for rest of the 11 months.

I was looking for something non greasy but will moisturize the skin as well since I am 33 so I do need a little bit more care now. I must say Beauty Aura just nailed it. Quality is as smooth as Body Shop or Marks and Spencer and smells better than Other body butters. I won't say it's less expensive, it cost $19.99. But best part is, it keeps your skin moisturized for really long time and the scent of Citrus doesn't go away at all and neither it's greasy.
The grapefruit and lemongrass gives a really fresh scent and stays all the time until you wash it off.
If you have a sensitive skin it's perfect for you. Grapefruit oil is a healing component so it helps in minor skin irritation problem. Best part, it's a cruelty Free product.

You can check out here in www.beautyaura.com for more flavors. And sometimes they give awesome discounts so keep an eye to grab a discount :)

Love 

Jessica



Karl Lagerfeld Gold tone Watch

I am super excited after receiving my Karl Lagerfeld gold tone '7' Faceted Bezel Bracelet watch. This range of watches are a piece of Art. It's available in Silver, Rose gold, silver/gold/black mix and Black.

Let me come to detail. This is a watch for Bold women, who usually wear big dials. It is not that big (44mm) because there is another bigger dial size available and 20mm band width. Deployment clasp, water resistant 100 meters.



My first impression looking at the signature black large luxury case of KL was really breath taking. Just looking at the box anybody can imagine how classy the watch can be inside. The knobs are really comparable as jewelry. Movement knob is KL face signatured. This range of KL watched are made much affordable in price.

I saw this watch first time in Chloe Morello's hand. Most of the YouTubers know her as the Australian Makeup artist. She was invited at Cannes 2014 and she was wearing this beautiful watch through her journey to Paris. This is a perfect regular wear watch for university students or working women. About color I must say, for Tan Asian skin except Rose Gold other any color will go fine. The gold lovers can hop in without thinking with the gold tone, it can not go wrong.
This is Chloe Morello, where I saw the watch first :)


It is wearable at parties if you are not comfortable wearing it everyday.


Remember, fashion wears are all about how to carry out doesn't matter what your skin color is. 

Love 

Jessica

Sunday, June 15, 2014

স্যানিটারি ন্যাপকিন জয়া নাকি হুইসপার?


এটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকদিন থেকেই অপেক্ষা করছিলাম কথা বলার জন্য। আমাদের দেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এরপর ধীরে ধীরে আসে  মোনালিসা, ফ্রিডম, জয়া এবং ইভানা। আমরা আসলে এত বেশি বিদেশী জিনিস পাই দেশীগুলোর দিকে তাকানোরও সুযোগ হয় না। আবার অনেকে চেষ্টা করার বিপত্তিতেও যেতে চান না। হঠাৎ গতকাল প্রেসকিপশন পয়েন্টে ঢুকে স্যানিটারি ন্যাপকিন কিনতে যেয়ে মাটিতে গড়াগড়ি খাওয়া জয়া স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটি চোখে পরলো। ফ্রিডম আর সেনোরাও ছিলো কিন্তু এই দুটির একটি প্রধান সমস্যা এদের আঠা এতই শক্তিশালী যে ব্যবহারের পর প্যান্টিতে আঠা রয়ে যেয়ে প্যান্টি নষ্ট করে ফেলে তাই ওগুলো কেনা বাদ দিয়েছি। জয়া আগে কখনো চোখে পরেনি তাই একটি তুলে নিলাম। বাসায় এসে ব্যবহার করে আমার নিজের যা মতামত তা হলো এটি যদি কিছু কিছু জায়গায় আরেকটু উন্নত করা যায় অনায়াসে এটি বিদেশী স্যানিটারি ন্যাপকিনের জায়গা দখল করে নিতে পারবে।

১. এটির অপরের অংশ খুবই আরামদায়ক। মোটেই প্লাস্টিকের মত মনে হয়না যেমনটা হুইসপারে হয়। অনেকেই অভিযোগ করেছেন হুইসপার আল্ট্রাতে রীতিমত চামড়া ছিলে যায় দীর্ঘক্ষণ পরিধানে। আবার হুইস্পারের উপরের অংশ  প্লাস্টিকের মত আবরণের জন্য বাতাস আটকে থাকে তাই দুর্গন্ধের উত্পত্তি হয় যা খুবই অসুবিধাজনক এবং খুবই অস্বাস্থকর। এই সব অভিযোগের পর হুইসপার বাজারে "অনিয়ন" নামের নতুন কটন আবরণের স্যানিটারি ন্যাপকিন এনেছে আরো কিছুটা মূল্য বৃদ্ধি করে।
২. এটি যেকারো ক্রয় ক্ষমতার মধ্যে। দাম মাত্র ৬০ টাকা যেখানে বিদেশী যেকোনো ব্র্যান্ডের ৮টি প্যাড আমরা সর্বনিম্ন ১২০ টাকা দিয়ে কিনি। জাপানী বা কোরিয়ানগুলোর দাম আকাশ ছোয়া।
৩. এতে একটি হালকা সুগন্ধ দেওয়া আছে যা ৯০% সহজলভ্য কোনো স্যানিটারি ন্যাপকিনেই থাকে না। আমি সম্ভবত একমাত্র ইউএফটি নামক একটি দুষ্প্রাপ্প জাপানী ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিনে পেয়েছিলাম যার দাম দিয়ে আমি অন্তত ৬টি জয়া স্যানিটারি ন্যাপকিন কিনতে পারতাম।

যেই জিনিসগুলোতে এটির কিছু পরিবর্তন প্রয়োজন তা হল -

১. প্যাকেজিংটা আরেকটু উন্নত করা যাতে সবার নজরে আসে।
২. আমার চোখে এটির একটি সাইজই চোখে পরেছে। অন্তত ৩ রকম সাইজ রাখা উচিত।
৩. এতে বারতি প্লাস্টিক অর্থাৎ যেটি দিয়ে মুড়িয়ে ব্যবহারের পর ফেলে দেওয়া হয় সেটি নেই তাই এটি সংযোজন অত্যাবশ্যক। এতে যদি মূল্য সামান্য বাড়ে তাতে ক্ষতি নেই।

একজন সুস্থ স্বাভাবিক নারীর মাসিক হওয়া প্রতি মাসের ব্যাপার তাই স্যানিটারি ন্যাপকিন অধিক মূল্যে কিনে তারপর তা নিয়ে ভোগান্তির আমি কোন অর্থ খুঁজে পাই না।  আর হাতের কাছে যদি কম মূল্যে একই জিনিস পাওয়া যায় তাহলে কেন ৫/৬ গুন খরচ করে বাজে জিনিস ব্যবহার করতে হবে? কারণ জিনিসটিতো শেষ পর্যন্ত ময়লার বালতিতেই যাবে তাই ব্যাগে টাকা থাকলেই দামীটা নিতে হবে কি? কারণ স্যতিই যদি একটু ভেবে দেখি আসলে এই প্যাকেজিংটাও আসলে স্রেফ পাঁচ দিনের ব্যাপার, প্যাকেট খোলার পর সেটার দিকে ভুলেও কেউ দ্বিতীয়বার তাকিয়ে দেখে না। আর এটাই আসল সত্য। তাহলে কি সিদ্ধান্তে আসা যায়?

আমাদের দেশে এসব বিষয়ে খোলামেলা কথা বলার পরিবেশ নেই বা উদ্যোগ নেওয়া হয়না বলেই রোজকার জিনিসের মত স্যানিটারি ন্যাপকিনও যে একটা স্বাভাবিক জিনিস এটারও উন্নতির প্রয়োজন আছে সেই কথা কেউ মুখেও আনতে চায় না। পাছে লোকে কিছু বলে। বড় বড় ডিগ্রীধারীরা কবে বুঝবেন জানা নেই যে এটিও আলু পটলের মত নিত্যকার জিনিস।এটি নিয়ে ভাবলে ভালো বৈ খারাপ হবে না।







Saturday, June 14, 2014

Review : MTV MUAH Make Up Art Hues by Blue Heaven Kohl Pencil


I just went to a local drugstore and found this Kajal! Packaging grabbed my attention. Not a fond of Music channel otherwise could be introduced with the product face earlier. I thought by the time my Lakme iconic reaches in my hand I can work with this. So truth time :)


1. Cheaper than Lakme iconic or Maybelline Colossal Kajal
2. Interesting packaging
3. Not too much product inside, regular user like me may need one every month (See the photo). But good for may be touch up.


4. Dark enough for Asian skin but not the jet black type dark.


5. WORST drawback, SMUDGES badly. Even without water. Not good for oily eyelid or waterline
6. As per product quality and quantity it shouldn't be more than Rs. 50 from my point of view.
7. It is absolutely NOT a long lasting kajal at all. It doesn't do what it claims. Bottom line WASTE OF MONEY.

From the MTV advertisement girls may go with the trend but definitely this is not a product which someone would buy second time.






Friday, June 13, 2014

Remedy of Dark Circle


Hi Dolls,

I was facing most unwanted dark circles for more than a year and posting question for effective remedy like a paranoid every where. You won't believe that I tried everything from Drugstore $5 to £11 pound product. None of their effect last longer. All I found if you are below 25 then collagen patches/ gel will work. But if you are already 30 or near to these regular products won't work on you as smoothly as they work on young skin. 

I had a special problem of having dark circle on lid, Not under eye. Which actually happens for lack of iron in your body. I started to take Iron pills. Since my eating habit of vegetables were irregular since I am a full time worker and a mother.
The result:

After a month taking one pill everyday after breakfast my eye lids started to lighten up!! And after 2 months it became a bit more better. When I started I really had bad dark circles that's why I had to use orange color corrector every time underneath my concealer. After 3 months  now I don't need any corrector and very little concealer. Neither my eyeshadow changes it color on my lid automatically which makes me happy like anything because I am gifted with naturally good quality skin.

Cons :

If your body is not having enough fiber in food diet, you may face constipation.

Good luck and say good bye to dark circle >3

Use of "Aloe Vera" in SUMMER

Hi Beauties,

Back again with some new research. Today's topic is "Aloe Vera". A Plant which has been used in cosmetology for more than hundred years. We will talk more about it today elaborately.
It is a plant which can be found every where in Bangladesh more or less growing without any care. Mostly in summer we see lot of Aloe Vera juice sellers are roaming around in the city (the trolley just similar to sugar cane juicers trolley) . Basic point is, it cools up the stomach & gives a refreshing feeling. But interesting part is people don't know they are taking something helpful for their health unconsciously. It is a huge home remedy help without any side effect for diabetic patients. Regular intake as raw or juice of solid aloe will help to keep the sugar level in standard line. 

Using raw gels/extract (if you have a plant at home) on skin regularly helps to recover sun burning, any kind of irritation on skin and for excessive drying up skin. It does contain a little bit oil but too much refined aloe gives slow effect. 

Mash up the gel or blend it in a blender machine and put the layer on tired feet..you can have a great spa at home with out spending thousand of bucks at spa or parlours. We usually over look the care for feet. Aloe vera gel keeps the rough skin moisturised so if you use the layers of these gel spa for every next day or 3/4 times a week, your feet will stay much younger wrinkle free for really long time. 

It helps to cool up scalp as well. Usually in summer time people take 2/3 showers for humid weather but still cooling up scalp is a difficult part. NAVARATAN oil or Kodur Tel can't help more than 5 minutes and later it become heavy for scalp. But using raw aloe vera gel on scalp (not hair) for 5 minutes before shower will help the scalp to stay cool in such hot summer for long time.

Last but not least many face wash, pore minimizers, masks etc. of different well known brands are using Aloe vera extracts for long time for it's herbal effect. So while buying product some time just read out the back part of the products. It may come handy :)

Have a cool cool summer  

Love

Jessica 

Saturday, June 7, 2014

BEAUTY TALK by BANGALI : Why don't Bangali's don't talk about beauty?!!!! L...

BEAUTY TALK by BANGALI : Why don't Bangali's don't talk about beauty?!!!! L...: Hi Beauties, After 3 years youtubing now I thought like to start my own Blog. And I think it will be much easier for women who are search...

Why don't Bangali's don't talk about beauty?!!!! Lets start

Hi Beauties,

After 3 years youtubing now I thought like to start my own Blog. And I think it will be much easier for women who are searching for beauty product reviews/skin care suggestion in Bangladesh.

Now it is much more accessible for better beauty products and women also became a lot more aware & independent here. Taste also changed, wearing makeups or dresses always depending on season. Drawback is, there are much more for us in market but for climate we can not really adapt everything.

I will try my best to put up those in my own honest opinion for your easiness. Because your hard earned cash worth a lot to me.

 We usually use very limited brands like USA/UK(L'Oreal, Revlon,Maybelline, MUA,Boots,Soap&Glory,Rimmel etc.). But Europe has many domestic brands which can be explored according to our season. Cheaper product doesn't mean bad. Or super expensive Chanel really don't need to be the best for humid weather or Tan Asian skin. I personally explored some European & Asian products and constantly trying since I love makeup and skin care is a must. I am 33 year old woman so I think now I can come to some conclusion about these kind of products.

So today I want to introduce you a different French Brand founded in 50's called YvesRocher. I am a vegan lover in case of skin care or makeup. But i also keep an eye that how much it pays off according to it's price. Have a look and let me know your thoughts. Much more in my experience to share with you.

For today have a nice day <3 <3 and enjoy the video.

Love

Jessica