আজকের টপিক ড্রেস সেন্স। আমরা বাঙালি মেয়েরা বলিউড বা ভারতীয় হিন্দি সিরিয়ালের ড্রেস ডিজাইন ফলো করি ঈদ বা কোনো অনুষ্ঠানের জন্য।
মজার বিষয় কেউ খেয়াল করে দেখেন না যে ড্রেসটা আদৌ তাকে মানাচ্ছে কিনা। ড্রেসগুলো বানানোই হয় নায়িকার শারীরিক গঠন অনুযায়ী। আর নায়িকা মানেই তাদের থাকে তৈরী করা যত্নে গড়া স্লিম ফিগার মানে তারা যা পরবে তাই মানিয়ে যাবে। আমার দেখা একটা মজার ঘটনা বলি। গত বছর হঠাত বাংলাদেশে ধুম উঠলো ঐশ্বরিয়ার কলিদার ড্রেসের। ঐশ্বরিয়া ৫'৭" লম্বা তাই একটু মুটিয়ে যাওয়ার জন্য এই ধরনের ড্রেস পরা শুরু করেন বাচ্চা হবার পর থেকেই। কিন্তু কলিদার জামা যে শুধু লম্বা মেয়েদেরই মানায় আর এতে বেটে মেয়েদের মোটা এবং আরো বেটে লাগে সে কথা বোঝাবে কে ?! তার পর আসি পাকিস্তানি লন ড্রেসে। খেয়াল করে দেখুন ক্যাটালোগের মডেলগুলোকে।
জিরো ফিগারের মডেল সব তাই লম্বা জামাতে তাদের ভালো লাগে। আর প্রতিটি মডেল বেশ লম্বা কেউ ৫'৭" বা ৮'' এর নিচে নয়। এটি কেউ কখনো জামা বানানোর আগে খেয়াল করে দেখেছেন কি? এই কারণেই আপনারা ভাবতে পারেন তাই বলে কি লন কিনবো না? যা ইচ্ছা তাই পরবো না? কেন পরবেন না, অবশ্যই পরবেন কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ড্রেসটি বানান। হাল ফ্যাশনই যেহেতু লং ড্রেস পরা কাজেই লং বানান কিন্তু একটু আলাদা কাপড় দুপাশে যেখানে সহজে কেউ খেয়াল করবেনা সেখানে লাগিয়ে নিতে পারেন কারণ এই লনগুলো যত দামীই হোক না কেন যেহেতু ১০০% সুতি তাই পানি লাগালেই কাপড় শ্রিন্ক করবে। প্রায় দেড় দুই ইঞ্চি কাপড় ছোট হয়ে যায়। সাধারনত এগুলি কলেজ ইউনিভার্সিটির মেয়েরা হালকা পাতলা তাই পরলে খুব একটা খারাপ লাগেনা কিন্তু যারা মুটিয়ে যায় তাদের দেখে মনে হয় যেন পারলে কাপড় টেনে লম্বা করে ড্রেসটা বানানো হয়। আজ কাল চল্লিশোর্ধ মহিলারাও বর্তমান মেয়েদের ফলো করার চেষ্টা করেন। কিন্তু সব কিছুর একটি বয়স আছে। অনেক মহিলাই জিনিসটির মর্মই ধরতে পারেন না যে এরকম শরীরে লেপ্টে থাকা পোশাক পড়লে লাফ দিয়ে বয়স কমে যাবে না।
এমন কাপড় পড়ুন যা আরামদায়ক এবং আপনাকে মানে অস্বাভাবিক লাগেনা। জিন্স টপ পরলেই আপনাকে দারুন স্মার্ট লাগবে আর সালওয়ার কামিজ পরলেই আপনাকে খ্যাত লাগবে এমন ধারণা ভুল। বরং আপনি যদি আপনার হাইট অনুযায়ী একটু বেশি বা সমান সমান ওজনের হন সেটা আরো বেশি ফুটে উঠবে। ইন্টারনেটে আপনি আপনার হাইট দিয়ে আপনার সর্বোচ্চ ওজন কত হওয়া উচিত সহজেই জানতে পারবেন। অনেকেই জিমে যান কিন্তু আপনার আসলে শরীরের কোন অংশ কমানো প্রয়োজন জানেন না। প্রথমেই জিম ইন্সট্রাকটরের সাহায্য নিন, সুবিধা হবে।
আজকাল অনেকে বলিউড দেখে সাহসী হয়ে গেছেন। সাদা ড্রেস পরে অন্তর্বাস ভিন্ন রঙের পরছেন রীতিমত পারিবারিক অনুষ্ঠানের মধ্যে। যা দেখে আপনার আসে পাশের আত্মীয় স্বজন কি বলছে তা না শোনাই ভালো। আপনারা কি কিম কার্দাশিয়ানের পথ ধরছেন? সেলেব্রিটি স্টান্ট? কিন্তু আপনিতো সেলেব্রিটি নন!!
মোদ্দা কথা আয়না ব্যবহার করতে শিখুন। যাই পরুন এমন ভাবে পড়ুন যেন আপনাকে দেখে সকলে বলতে পারে "বাহ্ বেশ সুন্দর লাগছে"।
ভালো থাকুন সুস্থ থাকুন।
Love
Jessica